Wellcome to National Portal
কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স এর কার্যালয় ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্ট (ডিএফডি)
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫

নবনিযুক্ত সিজিডিএফ মহোদয়ের যোগদান।


প্রকাশন তারিখ : 2025-01-28

সিজিডিএফ হিসেবে জনাব এ এইচ এম শামসুর রহমান এর দায়িত্ব গ্রহণ

 জনাব এ এইচ এম শামসুর রহমান কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স (সিজিডিএফ) হিসেবে ২৭/০১/২০২৫ খ্রিঃ তারিখ রোজ সোমবার দায়িত্বভার গ্রহণ করেন। তিনি বিসিএস (নিরীক্ষা ও হিসাব) ক্যাডারের ১৫তম ব্যাচের একজন কর্মকর্তা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যানে বিএসসি (অনার্স) ও এমএসসি ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি যুক্তরাজ্যের আলস্টার বিশ্ববিদ্যালয় হতে পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে এমএ ডিগ্রি অর্জন করেন। উল্লেখ্য, নিরীক্ষা ও হিসাব বিভাগে তাঁর বর্ণাঢ্য কর্মজীবনে তিনি সিভিল একাউন্টস, ডিফেন্স একাউন্টস ও রেলওয়ে একাউন্টস তিনটি বিভাগেই বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। সিজিডিএফ হিসেবে যোগদানের পূর্বে তিনি অতিরিক্ত হিসাব মহানিয়ন্ত্রক (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি মহাপরিচালক, প্রতিরক্ষা অডিট অধিদপ্তর, ডাক, টেলিযোগাযোগ, বিজ্ঞান, তথ্য এবং প্রযুক্তি অডিট অধিদপ্তর, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন অডিট অধিদপ্তর, পারফরমেন্স অডিট অধিদপ্তর, শিক্ষা অডিট অধিদপ্তরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন। পাবলিক সেক্টর ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের অভিজ্ঞতাসহ বিবিধ ক্ষেত্রে তাঁর দীর্ঘ দিনের কাজের অভিজ্ঞতা রয়েছে।